প্রতিটি দগ্ধ-হৃদয়ের অন্তরালে রয়ে যায় ভুলের বশবর্তী হয়ে ঘটে-যাওয়া কিছু স্মৃতি-অভিশাপ, কিছু বিস্মৃত-অভিলাষ, কিছু কলঙ্ক-অনুভব--- আগুনের লেলিহান শিখায় ওদের পুড়িয়ে ফেলবার পরেও ছাই হয়ে অনেক কিছুই অবশিষ্ট হয়ে রয়ে যায়। কিছুটা হারায়, কিছু বাতাসে মেশে, আর গড়ে এক বিষাক্ত পরিবেশ। কিছুটা থেকে যায়, তিলে তিলে শেয়াল কুকুরের প্রতিনিধি হয় প্রতিনিয়তই, আর ছিঁড়ে কুঁড়ে খায়। বাদবাকিটা নষ্টবীজের মতো হৃদয়ে স্থাপিত হয়ে চির অসুখে অসুখে মর্মন্তুদ পরিণতির শেকড়ে শেখরে এ শরীর, মন সবটাই যায় বিষিয়ে দিয়ে।