নকশা

দিন যায়,
রাত আসে।
আসে আর
আসে যায়।




এই হাসি,
এই গাই।
এই আসি,
এই যাই।




কোথা যাই?
কোথা পাই?
নাই, নাই!
আর নাই!




কাজ করি,
চলি ফিরি,
রোজ ঘষি
চিমনি।




সেই মন
কোথা পাই,
যেই মন
আমি চাই?




এই কাল
তাই জাল—
কত-কী...
বিশ্রী!