আমি লিপস্টিক দিয়ে লিখে রেখেছি তোমার প্রতারণার গল্প, আমি দূরবীন দিয়ে দেখে ফেলেছি আমাকে ফাঁদে ফেলার অস্ত্র। তবুও আমি দমে যাইনি। তোমাকে কাছে আসতে দিয়েছি, আমার খয়েরি লিপস্টিক ছুঁতে দিয়েছি। এমনকি তোমার দূরবীনটারও প্রশংসা করেছি। তুমি বুঝতেই পারোনি, আমি যে সব ধরে ফেলেছি। এত মিথ্যে বলার পরও কখনও মাথা নত করোনি তুমি; শেখোনি কী করে ঝুঁকতে হয়। চোখে চোখ রেখে মিথ্যে বলতে একটুও ভয় করে না তোমার, এটা দেখে আমারই তো ভয় করছে! তুমি জিতে গেছ। এত বড়ো বিজয় আমি আগে দেখেনি। ফুলের তোড়া রেখে গেলাম তোমার টেবিলে। তুমিই সত্যিকারের মানুষ, তুমিই ব্যাকরণ, তুমিই বিধিমালা।