দ্বৈত নির্লিপ্ততা



এই পৃথিবীতে তুই-ই একজন—
যাকে আমার ভেতরকার
সব অনুভূতি—
বলতে ইচ্ছে করে।

এর জন্য তোকে যে—
আমার সামনেই থাকতে হবে,
ব্যাপারটা কিন্তু এমন নয়...
আবার অনেকটা এরকমই!

আমি এমন কেন রে!