দ্বিধার প্রহর



তোমাকে আজ ভীষণ অস্থির লাগছে।
তুমি দাঁড়িয়ে আছ—
তোমারই জাগ্রত অনুভূতির মুখোমুখি।

ইচ্ছে করলেই এই মুহূর্তে
অগ্রাহ্যের এক গম্ভীর ভঙ্গিমায়
সব কিছুকে পায়ে মাড়িয়ে চলে যেতে পারতে।

কিন্তু আজ তোমার কী হয়েছে?
তুমি কেন থেমে গেছ?
চোখে কেন ভয় আর দ্বিধার ছায়া?

তুমি কি কাউকে...ভালোবেসে ফেলেছ?

তাকে কখনও জানতে দিয়ো না এই কথা।
সে যেন বুঝতে না পারে—
তোমার বুকের ভেতরে কী নিঃশব্দ ঝড় বয়ে যাচ্ছে।
Content Protection by DMCA.com