তুমি বুঝি বেশি আবেগি মানুষ পছন্দ করো না?
লেখালেখি করতে—
আবেগের প্রয়োজন কি
কখনোই হয় না?
তুমি বুঝি আমায় ভালোবাসো না?
কবিতা লিখতে কি—
আমাদের স্মৃতি
একেবারেই কাজে আসে না?
তুমি আমাকে আজ আমার মতন করেই
মেনে নিলে যে!
তুমি বুঝি আর সুখ খোঁজো না?
তোমার বুকের গভীরে...
আমায় শক্ত করে জড়িয়ে ধরলে যে!
তুমি বুঝি আর নিয়ম মানো না?