দেখা হবে না যদিও…



অনন্ত নক্ষত্রের ভিড়ে
যদি খুঁজে পাও ঠিকানা,
আমায় নিয়ে যেয়ো—
এ দেহ মর্ত্যলোকেই পুড়িয়ে আসব।

যে-মুহূর্তে তোমার আত্মায়
আমার শূন্যতা বাড়বে প্রকট হয়ে,
চোখদুটো ঝাপসা হয়ে এলে—
আমার খোঁজে এসো।

আমাদের হয়তো আর কখনও দেখা হবে না...
তোমার নিঃশ্বাসে আমায় শুধু ধরে রেখো।