যা-কিছু দৃশ্যমান, তার সবটাই কি সত্য?
তবে অনুভূতি দেখানো যায় না কেন?
চোখের জলে তুমি হাত রাখলেই—মিলিয়ে যায় কেন?
ভালোবাসার দীর্ঘযাত্রায়—তোমার স্পর্শ স্থায়ী নয় কেন?
তোমার আলিঙ্গনে—নিজেকে বাঁচিয়ে রাখার ইচ্ছে অতৃপ্ত কেন?
তোমার চোখজুড়ে—আমার স্মৃতি এত ঝাপসা কেন?
তোমার উপেক্ষায়—দিনশেষে, আমি এত ঠুনকো কেন?
মৃত্যু আমাদের বিচ্ছিন্ন করবে—এই প্রতিশ্রুতি এত জোরালো কেন?