সব ভালোবাসাতেই কিছুটা দূরত্ব থাকে।
যেখানে ভালোবাসা থাকে, সেখানে...
প্রতিটি মেসেজ হয়ে ওঠে অভিমান, প্রতিটি প্রার্থনা হয়ে ওঠে প্রশ্নপুস্তক;
প্রতিটি বিদায় জন্ম দেয় দ্বিধার, প্রতিটি ফেরা জন্ম দেয় প্রস্থানের;
প্রতিটি ইচ্ছের মানেই দীর্ঘশ্বাস, প্রতিটি আলিঙ্গনের মানেই সংশয়;
প্রতিটি শীতলতাই একটি উপলব্ধি, প্রতিটি বোঝাপড়াই একটি নিঃস্পৃহতা;
প্রতিটি ফিসফিসে বাজে অ্যালার্ম-ক্লক, প্রতিটি অট্টহাসিতে বাজে কলিং-বেল;
প্রতিটি স্পর্শই যেন ফোনকলের মতন, প্রতিটি ছোঁয়াই যেন মিসডকলের মতন।
সব ভালোবাসাতেই প্রচ্ছন্ন দূরত্ব থাকে।