কবে হবে মাগো দিব্যদৃষ্টি আমার এ দুটি চোখে, দেখব সবই আপন-স্বরূপে তোমারি চেতনালোকে?
কবে বলো মা শুনতে পাবো তব প্রেম-গীতিসুধা, অমরার সুর-নির্ঝর অমৃতে মিটবে হৃদয়-ক্ষুধা?
পাপ-তাপক্লিষ্ট জগত-মাঝে, তামসী-প্রসূতি অন্ধ সাঁঝে এসেছ নেমে, জগৎ-জননী— ভগবতী দুর্গা নাম… বদলে দিতে ধুলার ধরণী, গড়তে স্বর্গধাম।
তারই সাথে আমরা সবাই— তোমার সন্তান যত, দিব্যমানুষ হব বলেছ… মাগো, আরও অপেক্ষা কত?