পরিত্যক্ত ফুলের সুঘ্রাণে বিমোহিত হলেই—
একাকী অতিক্রম করা যায় না কাঁটার বাগান।
কাঁটার আঘাতে জর্জরিত হয়ে
আমি চিৎকার করে তোমাকেই ডাকছি?
নিঃশব্দে সরে গিয়ে থমকে দাঁড়ালেই—
বুকের ভেতরের মানুষটার কান্না থামানো যায় না।
অনিশ্চয়তা ভুলে
আমি তোমারই হাতটা ধরেছি?
তোমাকে ভুলে থাকতে চাইলেই—
এক ভীরু আততায়ীয় মতন পলায়ন সম্ভব নয়।
নিঃশব্দে এখনও
তোমারই স্মৃতি হাতড়ে বেড়াচ্ছি?