তোমার অপেক্ষাতে




জীবনটা চেনা ছন্দের বাইরে পা বাড়াল...
নিজের অজান্তেই।

কোনো কিছুই যেন আমার নয়;
ভালোলাগা, ভালোথাকা...
সব অধিকারের মৃত্যুপুরীতে—
আটকে থাকতে বড্ড হাঁসফাঁস লাগছে।

আচ্ছা, কাছের মানুষটা হঠাৎ ফিরে এলে...
যতটা উচ্ছ্বাস-প্রকাশের প্রয়োজন ছিল,
মনের ভেতর থেকে সেই ধাক্কাটা
অনুভব করতে পারছি না কেন?

তোমাকে ছুঁয়ে আমি কতখানি বদলে গেলাম?
আমি কি ছিলাম না কখনোই কার‌ও কাছের?
এভাবেই—আমি কল্পনায় অনেকক্ষণ আটকে ছিলাম।

তুমি এলে।
আমি গভীর আত্মআলিঙ্গনে আবদ্ধ হলাম।
তুমি চলে গেলে।
আমি বাকিটা জীবন তোমার অপেক্ষাতেই পার করে দিলাম।