আমার এখন আর খারাপ লাগে না,
কষ্ট গিলে ফেলতে আমিও শিখে গিয়েছি।
আমিও অভিমানগুলো পায়ে পিষে ফেলেছি।
আমি জানতে চাই না—
তোমারও কি আমাকে কখনো মনে পড়েছিল?
জানতে চাইতে যে-ইচ্ছেশক্তির প্রয়োজন—
তা আমার নেই।
তোমাকে কি সত্যিই—
আর কিছুই বলার ছিল না আমার?
আমার এখন আর খারাপ লাগে না,
কষ্ট গিলে ফেলতে আমিও শিখে গিয়েছি।
আমিও অভিমানগুলো পায়ে পিষে ফেলেছি।
আমি জানতে চাই না—
তোমারও কি আমাকে কখনো মনে পড়েছিল?
জানতে চাইতে যে-ইচ্ছেশক্তির প্রয়োজন—
তা আমার নেই।
তোমাকে কি সত্যিই—
আর কিছুই বলার ছিল না আমার?