তোমাকে বলতে চাই না



তোমার অস্থিরতা আমার শরীরজুড়ে...
স্পর্শ করবে আরও কিছুক্ষণ?

তোমার ঠোঁটে আমার নিঃশ্বাস...
ছোঁয়াবে আরও কিছু সময়?

তোমার চোখে আমার অভিমান...
মিশতে দেবে আরও কিছু বার?

তোমার ভালোবাসায়...
আমায় আগলে রাখবে আর কত কাল?

এই অর্ধমৃত শরীরে হাত বুলিয়ে...
আফসোস করবে আর কত বার?

তোমার বুকে আমায় জড়িয়ে রাখবে...
আর কত রাত?

তোমাকে বলতে চাই না—
তোমাকে খুব মিস করি।