তোকে ভালো রাখার জন্য



তোর কাছে আমি যা যা পেয়েছি—
এ অবধি তা কেউ দিতে পারেনি।

তুই আমাকে যা দিয়েছিস,
তা আমার করা কল্পনার চাইতেও—বহুগুণ বেশি।

ঈশ্বর আমাকে তোর কাছাকাছি থাকার
সুযোগ করে দিয়েছিল।
তোর সাথে কাটানো মুহূর্তগুলো
আমার কাছে ভীষণ দামি।

তোকে ভালো রাখার জন্য—
আমি দূরে সরে যেতেও রাজি।