মাথাটা উঁচু করেই দাঁড়িয়ো; যখন তোমার দু-হাঁটু কাঁপে, তখনও। মনের মধ্যে শক্তি রেখো, যখন ভেঙে পড়ো, তখনও। মৃত্যু সহজ। যা কিনা তোমাকে মেরেই ফেলতে পারে, তার মধ্য দিয়েও...বেঁচে থাকাটাই শিল্প। যা-কিছু তোমাকে যন্ত্রণায় যন্ত্রণায় শেষ করে ফেলতে চায়, সরাসরি তার চোখের দিকে তাকাও, আর শীতলকণ্ঠে বলো, 'তোমার সময় শেষ, মৃত্যুর জন্য অপেক্ষা করো।'