তুমি কবিতা বলেই

আমার কলমটা নাহয় ধার করো?
তারপর... কলমটাকে
তোমার সমস্ত ভাবনার চাদরে নাহয় জড়িয়ে নাও?

যখন‌ই একা থাকি নিজের সঙ্গে
তোমার সঙ্গে থাকি, তোমাকে সঙ্গে রাখি...
তুমি আসো কবিতা হয়ে,
তুমি থাকো বলেই
আমার কলমে কবিতা লেপটে থাকে।

তুমি এমন মহৎ কবিতা বলেই
আমি ক্রমশ কবির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠি।

Content Protection by DMCA.com