তুই আমার সবটা

জানতে চেয়েছিলি না, কে হোস আমার!
 
শোন তাহলে।
 
একটা চমৎকার বই পড়ার পর যেমন লাগে, তুই আমার তেমন লাগা।
 
কিংবা তুই হচ্ছিস একগ্লাস ঠান্ডা লেবুর শরবত, যা শীত-গ্রীষ্ম-বর্ষা সারাবছরই প্রশান্তি দেয়।
 
তুই আমার সন্ধ্যাবেলার কড়া লিকারের দুধচায়ের নেশা।
 
তুই-ই তো আমার বেগুনি জমিনের ওপর ছড়িয়ে-থাকা কাঁচাহলুদ-রঙা তুলে-রাখা নতুন শাড়ি।
 
তুই আমার মায়ের শরীরের গন্ধ,
 
বোনের পুরোনো ওড়নার মাদকতা।
 
তুই আমার ছেলেবেলার মাঠে খেলতে যাওয়া, আমার পুতুলের বিয়ে।
 
তুই আমার স্কুলড্রেসের মতো সারাজীবনের দুর্বলতা।
 
ওরে, তুই-ই তো আমার সবটা!
Content Protection by DMCA.com