আমায় ভালোবেসে
তুমি এত দুঃখী কেন?
তোমাকে ভালোবেসে
আমার এ জীবনে
সব পাওয়া হয়ে গেছে,
এই অসহ্য সুখের অনুভূতিই
আমার ভেতরে তীব্র দুঃখের জন্ম দেয়।
এত বেশি আত্মিক সুখ সহ্য করতে
মানবসত্তা অক্ষম।
আমায় ভালোবেসে
তুমি এত দুঃখী কেন?
তোমাকে ভালোবেসে
আমার এ জীবনে
সব পাওয়া হয়ে গেছে,
এই অসহ্য সুখের অনুভূতিই
আমার ভেতরে তীব্র দুঃখের জন্ম দেয়।
এত বেশি আত্মিক সুখ সহ্য করতে
মানবসত্তা অক্ষম।