কাল মনে হচ্ছিল—
আমার লেখা শব্দগুলো, আমার অনুভূতিগুলো—
ঠিক আমার সামনেই দাঁড়িয়ে আছে,
আমি যেন ছুঁয়ে ছুঁয়ে দেখছি ওগুলোকে।
তোমাকে এতটা কাছ থেকে আগে কখনও স্পর্শ করিনি—
কারও হৃৎস্পন্দন এত স্পষ্টভাবে কোনোদিন অনুভব করিনি।
অন্ধকারে তোমার মুখটা এক অদ্ভুত আদুরে আলোয় ধরা দিয়েছিল—
ইচ্ছে করছিল, তোমায় খুউব শক্ত করে জড়িয়ে ধরি।
এসব ভাবতে ভাবতেই তুমি আমায় জাপটে ধরলে,
তোমার নিঃশ্বাস যখন আমার চোখের পাতায় এসে পড়ল—
বুকের গভীরে অজস্র বার তোমায় নিজের করে পেতে চাইলাম।
আজকের দিনটা যেন ভীষণ অন্যরকম—
তুমি আজ আমায় একটুও কষ্ট দিলে না;
তোমার অপ্রাপ্তিটুকু আজ বললে না কেন?
তুমি কি ভাবো—
আমি কিছুই বুঝি না?
তবে জানো,
আজ যেন তোমার বুকের গভীরে লুকিয়ে-রাখা ভালোবাসার
তীব্র স্পন্দনটা আমি সত্যি সত্যি অনুভব করলাম।
বিশ্বাস করতে পারছিলাম না...
তবে কি তুমিও...?