আমি জানি,
কতটা ভেঙেচুরে...তুমি
টুকরো টুকরো হয়ে গেছ।
প্রতিরাতেই
তোমার যন্ত্রণা কীভাবে বাড়ে।
তবু থেমো না।
যেতে থাকো।
থামতে নেই।
একদিন আলো আসবে।
সেদিন আলোর ফোয়ারা
তোমার অস্তিত্বের
প্রতিটি টুকরোর মধ্যে
ধীরে ধীরে প্রবেশ করবে।
সেদিন তুমি হাসবে।
পেছন ফিরে ভাববে,
সময় সত্যিই ওড়ে!
দুঃসময় সত্যিই পোড়ে!