তবু জোৎস্নায়

বাগানের সেই পাখি গান গেয়ে ওঠে।
গান গেয়ে ওঠে
কখনো সন্ধ্যায়, কখনো সকালে,
যখন ফুলেরা সবাই গন্ধ বিলোয়,
যখন প্রতিটি ফুল মিলিয়ে যায়
সূর্যডোবার সাথে, যখন
আকাশে নামে বিষাদ-আলোর কণা।

তবু জোৎস্নায় বার বার হেঁটে
সেই পাখিটি ডেকে ওঠে। মনে হয়,
পার হয়ে কোনো সীমাহীন সমুদ্র
কোনো পারহীন প্রান্তর
চকিত আলোর উদার আকাশ এবং
চিকন পাতার টুপটাপ শিশির—
এইখানে এই বিবর্ণ বাগান…
সে ডেকে উঠবে।
Content Protection by DMCA.com