তবুও হেরে যেতে হয়



তোমার কাছাকাছি এসে—
আমি আমার সমস্ত অক্ষমতাকে...
ভুলে থাকতে চেয়েছিলাম;
পারিনি—তোমার সাথে নিজেকে মিশিয়ে দিতে।

তোমার আচরণে আমি কষ্ট পাইনি—
শুধু এ হৃদয় জুড়ে বেড়েছে
শূন্যতার ক্ষতবিক্ষত চাহনি,
যন্ত্রণার অসহ্য ভিড়,
তোমার মৃদুকণ্ঠে, স্বল্প নিঃশ্বাসে
নেই আমার জন্য ভালোবাসা।

আমি দেখি, টের পাই।
সবই বুঝি...
তোমায় রাখি এই পাঁজরে,
তবুও হেরে যেতে হয়।