তবুও ভুল করে…



আমি তোমার গল্প হতে চেয়েছিলাম,
তবুও তুমি—আমার গল্পেই থাকতে শুরু করলে?

আমি তোমার কাছে কী উপহার চাইব, তুমি জানো না—
তবুও তুমি আমায় সময় দিলে?

তুমি একজন অসাধারণ মানুষ—
তবুও আমাকে ভুল করে ছুঁয়ে বসলে?

আমি আর কখনও লিখতে চাই না,
তোমায় নিয়ে আর ভাবতেও চাই না—
তবুও আমার ব্যথা তুমিই কমালে?

আমি তোমার জন্য আর অপেক্ষা করব না—
তবুও আমায় উপেক্ষাতেই রাখলে?

আমি তোমার কণ্ঠস্বর আর শুনতে চাইব না—
তবুও আমার কানে ফিসফিসিয়ে ভালোবাসি বললে?