তোর কাছে থেকে যেতে কি আমি পারি না?
তোর কাছাকাছি আসার পর থেকে...
এ অবধি আমার আর কাউকেই ভালো লাগেনি।
তোর মতন কেউ নয়, কেউ হতে পারবে না— এমনটাই আমার মন বিশ্বাস করে,
আমার নিঃশ্বাস দৃঢ়কণ্ঠে বলে,
আমার শরীর নিঃশব্দে জানে;
আমার অনুভূতি আড়ালে হাসে।
ভালোবাসার মানুষ বোধ হয় একজনই হয়, বাকিসব তাকেই মনে করবার অজুহাত মাত্র।
যাকে স্পর্শ করলে প্রিয়কে নয়...
নিজেকেই খোঁজ করে এ মন,
সে-ই বুঝি আমার প্রিয়তর?
তুই বুঝি আমার একমাত্র ভালোবাসার মানুষ?
মজার ব্যাপার, তুই যে আমাকে ভালোবাসিস না,
এটা আমি জানি; এ নিয়ে অবশ্য আমার তেমন কোনো আফসোস নেই।
খুব কম মানুষই আছে, যাদের জীবনে ভালোবাসার মানুষটা থেকে যায়।
আমার কাছে তুই নেই, তবে আমাদের মুহূর্তগুলো আছে।