দুঃখ এসে আমার ঘরে তোমার আসার বারতা কয়, পেতে ব্যথার আসনখানি ব্যাকুল হৃদয় তাই জেগে রয়।
নিত্যের মাঝে অনিত্য তুমি, রূপাতীত তুমি সকল রূপের মাঝে; চিত্তের মাঝে বিত্ত তুমি যে, জ্ঞানাতীত তুমি প্রতিদিনের কাজে।
প্রাণের গভীরে গানের মতন ঝংকারে তব প্রেম, প্রেমের গভীরে ডুব দিয়ে তাই নিজেরেই হারালেম।
রূপের মাঝারে অপরূপ তুমি, রূপাতীত তুমি হে অরূপ, মনোময়; প্রাণের ধূপের প্রেম-সুরভিতে অনুভূতি হোক তব চিরবাঙ্ময়।
দুখের তিমিরে তোমার করুণা জ্বলুক বেদনাসম, তোমারে পাবার সেই তো লগন, সেই সান্ত্বনা মম।
স্মরণে-মননে-বচনে তোমায় ছুঁতে তো আমি পারিনি, তবুও আমারে দিয়েছ শকতি গাইতে তোমার বাণী।