জাজমেন্টাল

জাজমেন্টাল কি দুনিয়ার সবাই?
 
নাহ্! বিনা উস্কানিতেই গায়ে পড়ে জাজ করতে আসে যারা, ওরাই জাজমেন্টাল।
 
ওরা লোকের পেছনে লাগবে। আরও স্পষ্ট করে বলি, কোনো ব্যক্তির পেছনে লাগবে। সেই ব্যক্তির নাম উল্লেখ না করলেও আপনি বুঝতে পারবেন, কার পেছনে লেগেছে। ওদের সমস্ত সুখের উৎস অন্যের পাছা।
 
ওদের নিজেদের অবস্থানটাও কিন্তু খুব একটা সুবিধার নয়। আপনি ভালো করে দেখলে টের পাবেন। ওরা সারাক্ষণই অন্যের পেছনে লেগে থাকে বলে আপনি ওদেরটা খেয়াল করতে পারেন না। ওরা যখন ধরা খায়, তখন ওদের চেহারা মুহূর্তের মধ্যে কুৎসিত হয়ে যায়। অতটা কুৎসিত চেহারা চোখে দেখা যায় না!
 
যার সাথে আপনার পারস্পরিক পরিচয় নেই, তেমন কেউ যখন আপনাকে নিয়ে অনুমাননির্ভর মন্তব্য করে, তাকে জাজমেন্টাল লোক বলে। অনুমান করে সিদ্ধান্ত নেওয়াটা খুবই নিম্নশ্রেণীর লোকজনের কাজ।
 
ঈশ্বর এবং বিচারক বাদে মানুষকে বিচার করার ক্ষমতা বা এখতিয়ার আর কারও নেই। কেউ যদি গায়ের জোরে সেই ক্ষমতা বা এখতিয়ার খাটায়, তবে সে জাজমেন্টাল। বেতন না পেয়েই কাউকে জাজ করে যে, সে কখনও ভালো লোক নয়।
 
ওদের কথা শুনলে মনে হবে, ওরা বোধ হয় স্বর্গ থেকে এসেছে। অথচ প্রকৃতপক্ষে, ওরা নরকে থাকারও অযোগ্য।
 
আমার একটা বৈশিষ্ট্য আপনারা হয়তো খেয়াল করেছেন। আমি এ পর্যন্ত কখনোই কাউকে নিয়ে একটাও বাজে কথা লিখিনি কিংবা কখনোই কারও পেছনে লাগিনি। কেন? দুটো কারণে: আমার হাতে অত সময় নেই। আমি নিজেই পুরোপুরি শুদ্ধ মানুষ ন‌ই। (এই পোস্টে আপনাকে নিয়ে বা নির্দিষ্ট কোনো ব্যক্তি নিয়ে একটা শব্দও লিখিনি। আপনার বোঝার সুবিধার্থে এটাও বলে দিলাম।)
 
 
যে যার জীবন নিয়ে তার মতো করে আছে। কী দরকার আরেকজনকে নিয়ে গবেষণা করার? সে কি আমার খায়, না পরে? গবেষণা করলে কি আমার আয় বাড়বে? আয়ু বাড়বে? রতিক্ষমতা বাড়বে? না কি আমার সত্যি সত্যি কোনো লজ্জাশরম নাই?
 
মানসিক শান্তির স্বার্থে যে-কোনো মূল্যে জাজমেন্টাল মানুষকে বয়কট করুন। জাজমেন্টাল লোক নোবেল পুরস্কার জিতলেও দিনশেষে চরম লেভেলের ফালতুই থেকে যায়।