তোকে কল্পনায় এনে
আমি শান্তি পাই,
চোখজুড়ে ঘুম নামে।
তুই আমার গভীরতম প্রার্থনা।
তোকে অনুভব করে
আমি ভালো থাকি।
তুই আমার অনুভূতির সত্যতা।
তোকে স্পর্শ করে
আমি সুখী হই।
তুই এক জাগতিক মায়া।
তোকে কল্পনায় এনে
আমি শান্তি পাই,
চোখজুড়ে ঘুম নামে।
তুই আমার গভীরতম প্রার্থনা।
তোকে অনুভব করে
আমি ভালো থাকি।
তুই আমার অনুভূতির সত্যতা।
তোকে স্পর্শ করে
আমি সুখী হই।
তুই এক জাগতিক মায়া।