জন্মদোষ

আজকাল আমি আমার ‘মৃত্যুকামনা’ করি,
আজকাল আমি আমার ‘জন্মদোষ’ ধরি।

এ কেমন জীবন আমার, এ কি ‘জন্মদোষ’?
সুখ নেই, শান্তি নেই, স্বস্তি নেই,
এ জীবন এমন অনিশ্চিত এক জীবন,
এ জীবন আমি তো চাইনি!
এমন অনিশ্চিত জীবন কোনোদিন, কোনোদিনই
আমি চাইনি। জীবন মানেই সুখ-দুঃখ, হাসি-কান্না, ভালোবাসা...আর
কতকাল সে জীবনের করব আশা?
এ কেমন জীবন আমার, এ কি জন্মদোষ?

আজকাল, আমি আমার জন্মের দোষ ধরি,
আজকাল, আমি আমার মৃত্যুর কামনা করি।
Content Protection by DMCA.com