ছুঁয়ে যাবার দ্বিপ্রহরে



তোমায় ছুঁয়ে যাবার দ্বিপ্রহরে
নিঃশব্দে তোমার চোখে
তাকিয়ে থাকার মুহূর্তটা ছিল অসাধারণ।

তোমার স্পর্শও যেন
ভীষণ আপন,
প্রিয় অনুরাগে লিখতে চেয়েছি...
তোমাকে ছুঁতে না পারার অপারগতা।

আক্ষেপে নয়,
বরং তোমার আলিঙ্গনের প্রতীক্ষায়
নামে নিস্তব্ধতা।

যে-ক্ষণে আমিও চেয়েছিলাম
তোমায় বিশ্বাস করতে,
স্রোতে ভেসেছিল অযথা অভিমান...

পাগলি, তুই তো আমারই!