তুমি একটা সাদা ক্যানভাস,
ইচ্ছেমতো তোমার বুকে আঁকা যায়...
আমার কল্পনা।
তুমি একটা রঙিন প্রজাপতি,
হাত দিয়ে ছুঁতেই...
ডানা মেলে উড়ে যায় আমার যন্ত্রণা।
তোমাকে দেখার জন্য আমার
চোখজুড়ে ভর করে দীর্ঘ প্রতীক্ষা...
যেন—
তুমি এক চমকে-ওঠা...
আবেগে মোড়া ছায়া-প্রার্থনা।