১. মানুষ আসলে কেমন, সেটা বোঝা যায় তার অভাবের সময়।
২. টাকা হাতে না থাকলে শুধু টাকার জন্যই ছটফটানি লাগে, আর প্রয়োজনের কিঞ্চিৎ বেশি থাকলেই টাকা বাদে দুনিয়ার আর সব কিছুর জন্যই ছটফটানি লাগে!
৩. অভাবের সময়ও যে নিজের মাথা ঠান্ডা রাখতে পারে, সে-ই প্রকৃত রুচিশীল মানুষ।
৪. সেই মানুষটাই বেশি আকর্ষণীয়, যার চোখ কথা বলে।
৫. মানুষের নিজস্ব চিন্তাচেতনাই বয়সের সাথে সাথে বদলে যায় যেখানে, সেখানে কাছের মানুষের বদলে যাবার মতন স্বাভাবিক ব্যাপারকে মানুষ কেন মেনে নিতে পারে না!?
৬. বৃষ্টি আসার মুহূর্তটাও অতটা সুন্দর নয়, যতটা সুন্দর বৃষ্টির জন্য অপেক্ষা।
৭. সারাক্ষণ ছটফট-করা মানুষটাও একদিন কোনো-না-কোনো কিছুর লোভে পড়ে শান্ত হয়ে যায় কিংবা ওরকম হবার অভিনয় করে।
৮. অবহেলা জিনিসটা 'পিলৌ-পাসিং' খেলার মতন...হাতবদল হবেই।
৯. প্রিয়তমার পেকে-যাওয়া ববকাটিং চুলও স্ত্রীর কোমর-লুটিয়ে-পড়া ঘনকালো চুলের চেয়ে হাজারগুণ বেশি আকর্ষণীয়।
১০. মৃত্যুর আগেই আত্মার মৃত্যু, বিশেষ করে, যৌবনকালেই আত্মার মৃত্যু ঘটে যার, তার চোখেই পৃথিবীর প্রকৃত চেহারা ধরা পড়ে।