চেনা শূন্যতারা



সামান্য বেখেয়ালি হলেই ভেঙে যাবে সব অভিমান...
তোমার দিক থেকে চোখ ফিরিয়ে নিতেই—
হাতের আঙুলটা কেটে রক্ত গড়াতে শুরু করল...

তুমি অতৃপ্তি নিয়ে পাশে এসে বসলে।
মুহূর্তেই বুকের ভেতরকার চেনা শূন্যতারা হাহাকার করে উঠল!

ভালোবাসতে চাইছি বলেই—তোমায় ডেকেছিলাম।
তোমার বুকে শান্তি পাই বলেই—তোমায় ছুঁয়েছিলাম।

আমায় তো হাসিমুখেই বিদায় দিতে চেয়েছিলে তুমি!
...কষ্ট চেপে রেখো না মনে—ভালো থেকো।