"তোমার নাম কী?"—
অশ্রু।
"তোমার সাথে আমার পূর্বে সাক্ষাৎ হয়েছিল?"—
নিয়তির ফাঁকে।
"শরীর ছুঁয়েছ যে?"—
সুখের বিলাপে।
"বুকের ভেতরটায় এত হাহাকার কেন?"—
ক্ষতের ভিড়ে।
"ভালোবেসেছ কীভাবে?"—
নিঃশব্দে সরে।
চলো, ঘরে ফিরে যাই—
দীর্ঘ নদীর গতি থামিয়ে।
"তোমার ছিন্নভিন্ন হৃদয় জুড়তে দেবে?"—
শেষপ্রহরে।
তোমার শরীরের সুতীব্র ঘ্রাণ
আমায় ব্যাকুল করে প্রতিক্ষণে।
"তোমার কান্না থামাতে দেবে?"—
মৃত্যুর পরে।