চির-লাগা ছদ্মবেশ



সুখের মুহূর্তগুলো
একটা সময় পর...
স্মৃতি হয়ে যায়।

শখের আবদারগুলো হারিয়ে যায়,
প্রিয় মানুষটা দূরে সরে যায়;
বদলায় দিন, মুছে যায় আবেগ,
নিশ্চুপ হয় মায়া,
নিস্তব্ধতায় বাড়ে দীর্ঘশ্বাস;
সেই মুহূর্ত, সেই চেনা মুখ—
অচিরেই হারায়।

আমি ডুবি প্রার্থনায়,
তুমি আসো কল্পনায়;
ব্যথা যত, কথা কয়।

বুকের ভেতর চির-লাগা ছদ্মবেশ—
ক্রমশই অচেনা রূপে ধরা দেয়;
রক্তপাত বাড়ে এ হৃদয়ে;
ছিন্নভিন্ন অতীতের সন্ধানে,
ক্ষতের গভীরে...
তোমার স্পর্শ হয় স্পষ্টতর।