চাহনি থেকে চিরন্তন



আমি বৃষ্টি চেয়েছিলাম—
আর তুমি কিনা আমার অশ্রুতে নিষেধাজ্ঞা আরোপ করলে?

আমি সময় চেয়েছিলাম—
আর তুমি কিনা আমার বিদীর্ণ হৃদয়টা চাইলে?

ভেবেছিলাম, আমার সব অভিমান বৃথা—
আর তুমি কিনা আমায় প্রাধান্য দিলে?

আমি তোমায় নিয়ে লিখতে চাইলাম—
আর তুমি আমার সত্তা জুড়ে এতটা বাস করতে শুরু করলে?

আমি বিদায় দিলাম—
আর তুমি আমায় গভীর আলিঙ্গনে আষ্টেপৃষ্টে এভাবে বাঁধলে?

আমি প্রতিশ্রুতি চাইলাম—
আর তুমি এই ঘুণে-ধরা নিথর দেহে তোমার ওষ্ঠযুগল ছোঁয়ালে?

আমি ভালোবাসতে চাইলাম—
আর তুমি কিনা আমার মধ্যে নিজেকেই খুঁজলে?