জারের বেনরাইতে দুনিয়াডা যেমন জাবরায় ধরে,
তুমিও আমারে হেমনে ধইরা রাহো গো, গোঁসাই!
তোমার ভাবনা চাদরমোড়ায় আগলায় রাহে আমারে,
আর মন থাহে কেমন একটা ঘোরের মইধ্যে!
যেন্ আমার সব কিছু বাদ দিয়া
সব জঞ্জাল থাইকা দূরে…
তোমার কাছে নিজেরে সঁপতে
তোমার কাছেই ধ্যানে বসি।
যেন নিজের কাছেই বসি গো, গোঁসাই!