চাওয়াতেই ভ্রান্তি



এত রাতে
হঠাৎ তোর গায়ের ঘ্রাণ পাচ্ছি...
বুকের ভেতরটা কেমন ফাঁকা লাগছে, চোখদুটো ভেজা।
পাশ ফিরে তাকিয়ে তোকে অনেক খুঁজলাম, জানিস!

তুই হয়তো আর আমার কাছেই থাকতে চাইছিস না...
তুই আশেপাশেই কোথাও আছিস, তাই না?

তুই কোত্থাও যাস না...আমিই চলে যাচ্ছি দূরে।
শোন, তোর বুকের মাঝখানে চুমু খেয়ে একেবারে পালিয়ে যাব।

তোকে কোথাও খুঁজে পাচ্ছি না—
মনটা ভীষণ খারাপ।

রাতে ঘুমোতেও কষ্ট হচ্ছিল।
হঠাৎ ঘুম ভেঙে মনে হলো,
তোকে আমি যতটা চেয়েছিলাম—
তার সবটুকুই ছিল ভ্রান্তি।