তোর হাতে সময় থাকলে,
এক্ষুনি তোর সামনে গিয়ে...
তোকে পাগলের মতন কিছুক্ষণ আদর করেই,
আবার চলে আসতাম।
আমাদের মাঝের দূরত্বটুকু বাঁচিয়ে রাখতে
ভীষণ ক্লান্ত লাগে রে...
আমাদের মুহূর্তগুলোকে আদর করছি ভেবে
বড়ো শান্তি পাই।
তোর বুকের গভীরে জায়গা খুঁজতে গেলে—
বড্ড অসহায় লাগে!
তোকে ছুঁয়ে থাকতে ভীষণ ইচ্ছা করে!
জানি, এই সময়টায়
তোকে খুব করে চাইলেও...
আমি আর তোর খোঁজ পাবো না।
চল, আমরা একসাথে নিখোঁজ হই।