ঘ্রাণে-বোনা কান্না




এক।

তুই আমার খুউব কাছে এলে...
আমি কেমন যেন একটা ঘোরে ডুবে থাকি।
তোর সাথে আমার অনুভূতির সমীকরণ হুবহু মিলে যায়, যেন—
কোনো হিসাব-নিকাশের চুক্তি
আমাদের মধ্যে নেই।

তোর স্পর্শ পেতেই আমি আমৃত্যু
অপেক্ষারত থাকতে রাজি।

দুই।

তোমাকে জড়িয়ে ধরে যদি একটু
কাঁদতে পারতাম!
ভীষণ হালকা লাগত...
তবুও, আমাকে আরও কিছুটা সময়
কান্নায় ডুবে থাকতে হবে।

তোমার বুকের ঘ্রাণ জড়িয়ে যদি
কিছুটা সময় অনুভূতি বুনতে পারতাম!
আরও কিছু কবিতার সৃষ্টি হতো,
তবুও আমাকে ফিরে যেতে হবে।