এই ঘোরলাগা মস্তিষ্ক আমাকে...
আবেগের নিকটবর্তী তীরে পৌঁছে দিল।
একটা দুঃস্বপ্নের শেষপ্রান্তে আমার ঘুম ভাঙল,
নড়েচড়ে বসলাম—
চোখ বেয়ে জল নয়...রক্ত গড়াতে থাকল।
আমার স্মৃতিতে আর...তুমি নও,
শুধুই বিষাদ ছুঁয়ে গেল।
অসহ্য যন্ত্রণা বাড়তেই....
বুকের বাঁ পাশে প্রচণ্ড ব্যথার উপস্থিতি টের পেলাম,
আত্মায় গভীর ক্ষতে যেন তোমার আলিঙ্গন...
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েও
আমার বুকের ভেতরটা সশব্দে হেসে উঠল!