ঘুমোনোর জন্য প্রার্থনা

অন্ধকার যখন শব্দকে টুটি টিপে বধ করল,
যখন অন্ধকারের স্বরাজ
শূন্যতার পূর্ণতায়, আঁধারে যখন
ভীষণ ভীষণভাবে রিক্ত আমি,
তখন কেন আমার শত্রু হয়ে
আমার সহজ যাত্রাসেতু ভেঙে দাও তুমি?
অন্যায় তো করিনি কখনও
...তবু কেন?




তোমায় ভালোবাসিনি, তাই ঘৃণাও করি না।
তরল সুন্দরের নিরিবিলি কোলে
কমনীয় কচি মুখের অলিন্দে
তোমার ছায়া খুঁজি না,
পঙ্কের কমল-আগুনে
লোভ করি না আর।




খোঁজ নিতে চাই না,
কখন তরলরূপে
বায়বীয় গরল মিশে যায়,
তবুও খবর আসে
ভারী বাতাসের একাংশ হতে...
আমি তোমায় ঘৃণা করি না।




দিগন্তে আঁধারের আলিঙ্গনে
বলবান আমি
পূর্ণতার পূর্ণিমার সম্ভাবনায়।




আমার সহজ পথের যাত্রাসেতু
আর ভেঙো না যেন—
তোমাকে ছাড়াই আমি একটু ঘুমোব।
Content Protection by DMCA.com