আমার একটাই ঘর ছিল, জানিস!
তা-ও এখন নেই।
আমি মন চাইলেই আর...
আসতে পারি না সে ঘরে,
ডাকতে পারি না
চিৎকার করে তোকে,
বলতে পারি না—
তোর বুকের ভেতরের ঘরটায়
আমার আবারও থাকতে ইচ্ছে করে।
আমার একটাই ঘর ছিল, জানিস!
তা-ও এখন নেই।
আমি মন চাইলেই আর...
আসতে পারি না সে ঘরে,
ডাকতে পারি না
চিৎকার করে তোকে,
বলতে পারি না—
তোর বুকের ভেতরের ঘরটায়
আমার আবারও থাকতে ইচ্ছে করে।