ঘরহীনতা



আমার একটাই ঘর ছিল, জানিস!
তা-ও এখন নেই।

আমি মন চাইলেই আর...
আসতে পারি না সে ঘরে,
ডাকতে পারি না
চিৎকার করে তোকে,
বলতে পারি না—
তোর বুকের ভেতরের ঘরটায়
আমার আবারও থাকতে ইচ্ছে করে।