প্রতিটা মানুষের জীবনে কিছু মুহূর্ত আসে,
যা সারাজীবনের ভিত হয়ে থাকে।
তুই যদি না আসতিস,
সব কিছু হয়তো আগের মতোই চলত—
নির্বিকার, নিঃস্ব, নিঃশব্দ।
কিন্তু তুই এলি।
আমি বুঝলাম—
আমি আগে কখনও এমনভাবে বাঁচতে জানতাম না।
জীবনের প্রতি ধৈর্য,
ভালোবাসার মানে,
নীরবতার ভাষা—
সবটাই যেন নতুন করে শিখলাম তোকে দেখে।
আমি জানি, আমি তোর মনের মতো নই।
তোর জন্য অসাধারণ কিছু করার ক্ষমতাও নেই আমার।
আর এটাও জানি না—
তুই না থাকলে আমি এমনটাই থাকতে পারব কি না।
হয়তো পারব না…
হয়তো ভেঙে যাব, ধীরে ধীরে।
তবু জানিস,
তুই থেকে যাবি আমার ভেতর,
একটা নরম জায়গায়—
যেখানে কেউই পৌঁছুতে পারে না।
তোর সাথে কাটানো সময়গুলো
এই জীবনের সবচেয়ে সোনালি সময়,
আমার গোল্ডেন পিরিয়ড।