গন্তব্যের খোঁজে




তোমার স্পর্শে অস্বাভাবিক ছন্দে...
নিয়ন্ত্রণ হারায়—
আমার স্পন্দনের প্রতিটি অনুরণন,
যে-ক্ষণে আমার শেষ রক্তবিন্দুটিও...
চুম্বনের অধীরতায় মত্ত থাকে।

খুবই স্পষ্ট করে ছুঁই তোমাকে...
দেখি—তোমার ভেতরকার চাপাকান্না...
কী যেন তীব্রভাবে জেঁকে বসে;
বারংবার আঁকড়ে ধরি তোমায়...
বুকের গভীরটা জোর করে তোমায় দেখাই—
যে-ক্ষতচিহ্নের অস্তিত্ব আদৌ নেই।

বিশ্রামের অভাবে আতিথ্য দীর্ঘায়িত হয়...
তোমার চোখে লোনাজল মেশাই।

বলতে পারো, আমাদের গন্তব্য কোথায়?