আজ রাতে আসবে তুমি---খবর এলো!
যে পথে আসবে তুমি, সে পথে আমার হৃদয় বিছানো.........
যদি বিঁধলে ছোরা, পুলক জাগে, তবে এই নাও, দিলাম বুকের জমিন খুলে!
কত আশা পুষে রেখেছি বাঁচিয়ে এই দেহমন, তুমি আসো!
আমার শ্মশানে এসো না, চিতায় এসো; বড়ো ভাল হয়
আসলে আরো একটু আগে!
এ ওষ্ঠযুগলে প্রাণ ঝুলে আছে, দেখনি কি তা?
এসো হে বন্ধু, প্রাণটা এখনো বেরোয়নি তো,
আমি চলে গেলে তবে তুমি এলে, আর কী-বা হবে, বলো!