ঈশিতা, কাছে এসো।
কত আর দূরে রবে?
নীলিমাকে প্রসন্ন করে,
সহাস্য চন্দ্রের ছোঁয়া গায়ে মেখে…
বলো, কতকাল তুমি সমুদ্রের জল রবে?
এইখানে এসে চেয়ে দ্যাখো—
কী বিশাল সমুদ্র বুকের ভেতরে
খুব যত্নে পুষে পুষে অনন্তকাল বসে আছি!
তোমাকে সব বিলিয়ে আমি নিঃশেষ হতে চাই।
ঈশিতা, ফিরে এসো
করুণার তীর থেকে।
আমি তোমাকে অমরাবতীর জল দেবো,
গভীর বিশ্বাসে দেবো
জলের ধীরে ধীরে বয়ে চলা…
শব্দিত ছন্দ।
আমার চোখের গভীরে চেয়ে দ্যাখো—
স্থির হয়ে আছে তারাগুলো…
কোন সে অদৃশ্য আলোর সংকেতে!
ঈশিতা, তুমি আলো হয়ে ফিরে এসো
সূর্যের সাথে সখ্য গড়ে।
আমি তোমার প্রতিটি কণা
ছড়িয়ে দেবো আমাদের পৃথিবীতে।
ঈশিতা, ফিরে এসো
যমুনার কাছ থেকে।
আমি তোমাকে হৃদয়ের গভীরতা দেবো—
ধীরে ধীরে ভালোবাসার স্পর্শে
গভীর হয় যে-হৃদয়…
ঈশিতা, শুধু তোমারই জন্য।