কিছু অক্ষমতা



তোমাকে পেয়ে যাব...
সে প্রত্যাশা আমি করি না।

তোমাকে ছুঁয়ে থাকব...
সে বিলাসিতা আমায় মানায় না।

তোমাকে পিছু ডাকব...
সে অভিনয় আমার জানা নেই।

তোমাকে ভালোবাসব...
সে শক্তি আমার নেই।