কাক

হাঁটতে বড়ো ভালো লাগে
কাকদের গল্প শুনতে শুনতে।




শুয়ে থাকতে বড়ো ভালো লাগে
কাকদের ওড়াউড়ি দেখতে দেখতে।




যে কাক হাওয়ায় দুলতে ভালোবাসে,
তাকে আমার ভালো লাগে।




কাকেরা যখন হাওয়ায় হাওয়ায় খেলে,
তখন ওদের দিকে আমি তাকিয়ে থাকি।




গাছ থেকে হঠাৎ ছিটকে গিয়ে উড়তে থাকে,
এমন কাকের সঙ্গে আমার পুরোনো বন্ধুত্ব।




যে কাকটিকে পেছনে ফেলে
উড়ে যায় কাকের দল,
তার প্রতি আমি একধরনের মমত্ব অনুভব করি।
এ জীবনে অনেকেই তো একা ফেলে চলে গেল!




বসন্ত যখন সমাগত,
তখন কাক ডাকে কি?
না কি ডাকে বসন্ত ফুরোলেই?
যখন‌ই ডাকুক,
সেই ডাকটা আমার খুব প্রিয়।




কাকেরা যখন নিজেদের মধ্যে ঝগড়া করে,
তখন ওদের দেখতে আমার ভালো লাগে।
ওদের কর্কশ কণ্ঠস্বর
আমার সেই প্রেমিকার সুরেলা কণ্ঠের চেয়ে ঢের ভালো,
যে দূরে চলে গেছে প্রতারণা করে।




সন্ধে নামলে
ঘরে ফেরে ক্লান্ত যে কাক
তার সন্তানদের কাছে,
সে আমার বড়ো কাছের।




আমি বোধ হয়
রাত্রির কালো এবং কাকের কালো---
এই দুই আলো নিয়েই বেঁচে আছি!
Content Protection by DMCA.com