কষ্টের স্থায়িত্ব



তোমাকে জড়িয়ে ধরলে
আমার কষ্টগুলো স্থায়িত্ব পায়।

তোমার বুকের গভীরে রেখেছ—
শ্বেতপাথরে খোদাই করা
অসম্ভব সুন্দর সেই মুহূর্ত;
এই পার্থিব জগত বিনষ্ট হতেই—
তুমি আমার হবে।